আসমাউল হুসনা (আল্লাহর ৯৯টি নাম পরিচয়)।Islamic Media Blog
আল্লাহর ছিফাত বা গুণ প্রকাশক ৯৯ টি নাম :
২. (আর রাহীম) - পরম দয়ালু
৩. (আল-মালিকু)- অধিপতি,
8. (আল-কুদ্দসু) - পবিত্র;
৫. (আস্ সালাম) - শান্তিময়;
৬. (আল-মুমিনু)- নিরাপত্তা বিধায়ক
৭. (আল-মুহাইমিনু) - রক্ষক;
৮. (আল-আযীযু) – পরাক্রমশালী;
৯. (আল-জাব্বারু) – প্রবল;
১০. (আল-মুতাকাব্বিরু) - মহিমান্বিত
১১. (আল-খলিকু) – স্রষ্টা;
১২. (আল-বারিউ)- উদ্ভাবনকর্তা;
১৩. (আল-মুসাওয়িরু) – আকৃতিদাতা;
১৪. (আল-গাফফারু) - পরম ক্ষমাশীল;
১৫. (আল-কাহ্হারু)- মহাপরাক্রান্ত;
১৬. (আল-ওয়াহ্হাবু)- মহাদাতা;
১৭. আল রযযাকু)- রিযকদাতা;
১৮. (আল-ফাত্তাহু)- মহাবিজয়ী;
১৯. (আল-আলীমু)- মহাজ্ঞানী;
২০.(আল-কারীযু)- সংকোচনকারী;
২১. (আল-বাসিতু)- সম্প্রসারণকারী;
২২. (আল-খাফিযু- অবনমনকারী;
২৩.(আর-রাফিউ) – উন্নয়নকারী;
২৪. (আল-মুইযয়ু)- সম্মানদাতা;
২৫. (আল-মূযিল্লু)- অপমানকারী;
২৬. (আস্ সামীউ)- সর্বশ্রোতা;
২৭. (আল-বাছীরু)- সম্যক দ্রষ্টা;
২৮.(আল-হাকামু)- মীমাংসাকারী;
২৯. (আল-আদলু)- ন্যায়নিষ্ট;
৩০.(আল-লাতীফু)- সূক্ষ;
৩১. (আল-খবীরু)- সর্বজ্ঞ,
৩২. (আল-হালীমু)- সহিষ্ণু;
৩৩. (আল-আযীমু)- মহিমাময়;
৩৪. (আল-গাফুরু)- পরম ক্ষমাকারী;
৩৫. (আশ শাকূরু)- গুণগ্রাহী;
৩৬. (আল-আলিয়্যু)- অত্যুচ্চ;
৩৭. (আল-কাবীরু)- সুমহান;
৩৮. (আল-হাফীযু)- মহারক্ষক,
৩৯. (আল-মুকীতু)- আহার্যদাতা;
৪০. (আল-হাসীবু)- হিসাব গ্রহণকারী;
৪১. (আল-জালীলু)- মহিমান্বিত,
৪২. (আল-কারীমু)- অনুগ্রহকারী;
৪৩. (আর রাকীবু) - পর্যবেক্ষণকারী;
৪৪. (আল-মুজীবু)- কবুলকারী,
৪৫. (আল-ওয়াছিউ)- সর্বব্যাপী;
৪৬. (আল-হাকীমু)- প্রজ্ঞাময়;
৪৭.(আল-ওয়াদূদু) - প্রেমময়;
৪৮. (আল-মাজীদু)- গৌরবময়,
৪৯. (আল-বাইছু) - পুনরুত্থানকারী,
৫০. (আশ শাহীদু)-প্রত্যক্ষকারী;
৫১. (আল-হাক্কু)- সত্য;
৫২. (আল-ওয়াকীলু)- কর্মবিধায়ক,
৫৩.(আল-কাবীয়্যু)- শক্তিশালী;
৫৪. (আল-মাতীনু)- দৃঢ়তা সম্পন্ন;
৫৫. (আল-ওয়ালিয়্যু)- অভিভাবক;
৫৬. (আল-হামীদু)- প্রশংসিত
৫৭. (আল-মুহসীউ)- হিসাব গ্রহণকারী;
৫৮. (আল-মুবদীউ)- আদি স্রষ্টা;
৫৯. (আল-মুঈদু)- পুনঃসৃষ্টিকারী;
৬০. (আল-মুহয়ী)- জীবনদাতা;
৬১. (আল-মুমীতু)- মৃত্যুদাতা;
৬২. আল-হায়্যু) - চিরঞ্জীব
৬৩. আল-কায়্যুমু - স্বপ্রতিষ্ঠ সংরক্ষণকারী;
৬৪. (আল-ওয়াজিদু)- প্রাপক;
৬৫. (আল-মাজিদু) - মহান,
৬৬. (আল-ওয়াহিদু) - একক,
৬৭. (আল-আহাদু) - এক, অদ্বিতীয়;
৬৮. (আস সমাদু)- অনপেক্ষ;
৬৯. (আল-কাদীরু)- শক্তিশালী;
৭০. (আল-মুকতাদিরু)- ক্ষমতাশালী;
৭১.(আল-মুকাদ্দিমু)- অগ্রবর্তীকারী;
৭২. (আল-মুআখখিরু) - পশ্চাদবর্তীকারী:
৭৩. (আল-আওয়ালু)- প্রথম অর্থাৎ অনাদি;
৭৪. (আল-আখিরু)- শেষ অর্থাৎ অনন্ত
৭৫. (আয যাহিরু)- প্রকাশ্য;
৭৬. (আল-বাতিনু)- গুপ্ত;
৭৭. (আল-ওয়ালীউ)- অধিপতি,
৭৮.(আল-মুতাআলীউ)- সর্বোচ্চ মর্যাদাবান;
৭৯. (আল-বাররু) - কৃপাময়,
৮০. (আত-তাওয়াবু)- তওবা কবূলকারী,
৮১. (আল-মুনতাকিমু) - শাস্তিদাত;
৮২ (আল-আফুউ)- ক্ষমাকারী;
৮৩. (আবু রাউফু)- দয়ার্দ্র;
৮৪. (মালিকুল মুলক)-সার্বভৌম ক্ষমতার মালিক;
৮৫. (যুল জালালি ওয়াল ইকরাম) - মহিমাময় মহানুভব;
৮৬. (আল-মুকসিতু)- ন্যায়পরায়ণ;
৮৭. (আল-জামিউ)- একত্রকরণকারী;
৮৮. (আল-গানীয়্যু)- অভাবমুক্ত;
৮৯. (আল-মুগনীয়ু)- অভাব মোচনকারী,
৯০. (আল-মানিউ”)- প্রতিরোধকারী;
৯১.(আয যাররু)- অকল্যাণের মালিক;
৯২. ( আন নাফিউ) – কল্যাণকারী;
৯৩. (আন নূরু) - জ্যোতির্ময়;
৯৪. (আল-হাদীউ)- পথ প্রদর্শক;
৯৫. (আল-বাদী)- নমূনা বিহীন সৃষ্টিকারী;
৯৬. (আল-বাকীউ)- চিরস্থায়ী:
৯৭. (আল-ওয়ারিসু)- স্বত্বধিকারী,
৯৮. (আর বশীদু)- সত্যদর্শী;
৯৯. (আস্ সাবুরু)- ধৈর্যশীল।
পবিত্র কুরআন ও হাদীছে এ ছাড়া আল্লাহ তাআলার আরও কিছু গুণবাচক নামের উল্লেখ পাওয়া যায়। যেমন-১. (আর রাব্বু)- প্রতিপালক; ২. (আল মুনইমু) - নিয়ামত দানকারী; ৩. (আল্ মুতী) - দাতা; ৪. (আস্ সাদিকু) - সত্যবাদী; ৫. (আস্ সাত্তারু)- গোপনকারী।
• 'আল-আছমাউল হুছনা'-র যথাযথ বাংলা অনুবাদ হয় না। এখানে যে বাংলা অনুবাদ দেয়া হয়েছে তা ইংগিত মাত্র। আল-আছমাউল হুছনার মধ্য থেকে কিছু সংখ্যক গুণাবলী আল্লাহর জন্য সত্তাগত, অনাদি-অনন্ত, ব্যাপক ও অসীম। আর মানুষের জন্য এগুলো আল্লাহ প্রদত্ত অস্থায়ী ও সীমিত।
* কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহর কতেক অঙ্গ-প্রত্যঙ্গের উল্লেখ রয়েছে । যেমন- হাত, মুখমণ্ডল, চক্ষু। এগুলোর তাৎপর্য সম্বন্ধে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অভিমত এই যে, আল্লাহ্ তা'আলার যাত ও ছিফাত সম্পর্কে আল্লাহ এবং তাঁর রাসূল (সাঃ) যা বলেছেন, তার উপর ঈমান রাখতে হবে। আল্লাহর এসব অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের অঙ্গ-প্রত্যঙ্গের মত নয়, আল্লাহ যেমন তার অঙ্গ-প্রত্যঙ্গও তার শান উপযোগী। এর চেয়ে বিস্তারিত আমাদের জানা নেই।
আকিদা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
No comments